নিউজ ডেস্ক:
গত মার্চে ফুটফুটে পুত্রসন্তান জন্ম দেওয়ার পর তাকে নিয়েই পুরোটা সময় কাটান অভিনেত্রী মাহিয়া মাহি। মা হওয়ার আগ থেকেই অভিনয়কে সাময়িক বিরতি জানান এই অভিনেত্রী। নিয়মিত ভাবেই বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানেও দেখা মেলে তার। তাহলে কি আর অভিনয়ে ফিরবেন না মাহি।
অবশেষে বিরতি ভেঙে শিগগিরই নতুন ছবিতে কাজ শুরু করবেন এই নায়িকা। মাহি বলেন, ‘নিজেকে ফিট করছি। আগামী অক্টোবরে নতুন কাজ শুরু করব। ইতোমধ্যে সবকিছু চূড়ান্ত করেছি। আশা করি দর্শক নতুন কিছু দেখতে পাবেন
মাহি বলেন, মানুষের জন্য আমি সব সময় কাজ করি। তবে এখন দলীয় ব্যানারে মানুষের জন্য কাজ করছি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। নিজ এলাকা চাপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মানুষের জন্য কাজ করতে আগামী জাতীয় সংসদে মনোনয়ন কিনব ইনশাআল্লাহ।
নেত্রী ও অভিনেত্রীর মধ্যে পার্থক্য টেনে মাহি বলেন, সিনেমার নায়িকারা সাধারণ মানুষের কাছ থেকে আড়ালে থাকেন। সত্যিকারার্থে ‘দুটি জীবন সম্পূর্ণ আলাদা। অন্যদিকে একজন রাজনীতিবিদ সাধারণ মানুষের কাছে থাকে আড়ালে নয়।
Leave a Reply