জুলফিকার হায়দার জোসেফ, নাটোর
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় নাটোর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন সারমিনা সাত্তার। তিনি নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ বাছাই কমিটির সভাপতি ও নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঞাঁ এবং সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্রে বিষয়টি জানা গেছে।
প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেয়া হলেও করোনার কারণে গত দুবছর এ পদক দেয়া হয়নি।
৭ টি উপজেলার মধ্যে তাঁকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত করা হয়। শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় এবার তিনি বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য আরও একধাপ এগিয়ে গেলেন।
জানা গেছে, সারমিনা সাত্তার ৩৪ তম বিসিএস প্রশাসন সার্ভিসের সদস্য হিসেবে ২০২২ সালের ২৮ ডিসেম্বর নাটোর সদর উপজেলার নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে সদর উপজেলার ১০৫ টি প্রাথমিক লেভেলের বিদ্যালয়ে ল্যাংগুয়েজ ক্লাব এবং ডিবেটিং ক্লাবের কার্যক্রম শুরু করেন। এছাড়া মাল্টিমিডিয়া ক্লাশ, স্কাউটিং, কাবিং সহ স্কুলের সামগ্রিক পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়টিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই কর্মকর্তা। জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply