নার্সিংয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৩ ফেব্রুয়ারি

নার্সিংয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৩ ফেব্রুয়ারি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে কাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে। অনলাইনে আবেদন করা যাবে ১২ মার্চ (বুধবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল সকাল ১০টায়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্যসচিব হালিমা আক্তারের সই করা নোটিশ থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত (সামরিক-বেসামরিক) ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারীকে ২০২২, ২০২৩ অথবা ২০২৪ সালের এইচএসসি/সমমান এবং ২০২০, ২০২১ অথবা ২০২২ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই ৩ বছরের অধিক হতে পারবে না।

অনলাইন প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ১৫ এপ্রিল দুপুর ১২টা থেকে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল, শুক্রবার সকাল ১০-১১টা পর্যন্ত।

ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের ১০ শতাংশ পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে। আর বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ ২০ শতাংশ পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে।

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু নারী প্রার্থীরা আবেদনের যোগ্য হবেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme