নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় করা নাশকতার সেই মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে জামিন দেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তার আবেদন নামঞ্জুর করে শুনানির জন্য আগামী তিন মাস মুলতবি করেছেন আদালত।
সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম। মামুনুল হকের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন।
আইনজীবী জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আপিল বিভাগ শেষবারের মতো রাষ্ট্রপক্ষকে চার্জশিট জমা দিতে বলেছেন। না হলে জামিন হতে পারে জানুয়ারিতে। এর আগে ১০ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ তিন মাসের জন্য মামুনুল হকের জামিন শুনানি স্ট্যান্ডওভার করেছিলেন।
Leave a Reply