পরিবার পরিকল্পনা বিভাগে চাকরির সুযোগ

পরিবার পরিকল্পনা বিভাগে চাকরির সুযোগ

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা বিভাগ। প্রতিষ্ঠানটি পাঁচ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

যা যা প্রয়োজন-

১. পদের নাম ও সংখ্যা: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ৩টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি হতে হবে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ।

বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড ১৩)

২. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর ৪টি

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড ১৩)

৩. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড ১৬)

৪. পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ৩টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে
সর্বনিম্ন ২০ শব্দসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড ১৬)

৫. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ১৬টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড ২০)

আবেদন প্রক্রিয়া: পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা http://plandiv.teletalk.com.bd এই ঠিকানায় গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: প্রথম চারটি পদের জন্য নির্ধারিত আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা ও শেষ পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা। বিস্তারিত জানা যাবে পরিবার পরিকল্পনা বিভাগের ওয়েবসাইটে।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme