জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটা ঝিনাইগাড়ী এলাকার বিলের খাল থেকে ববিতা নামে ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত ববিতা পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই পাথরঘাটা গ্রামের মামুনুর রশিদের মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১০ টার দিকে ববিতা ঘুৃমানোর কথা বলে নিজঘরে যায়। এর ঘন্টা খানেক পর তার বড় বোন ববিতার কক্ষে গিয়ে তাকে না পেয়ে খোঁজা খুঁজি করতে থাকে। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইগাড়ী বিলের খালে জেলেরা মাছ মারতে গিয়ে ববিতার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই কিশোরীর মৃত্যু কিভাবে হয়েছে তার ময়নাতদন্তের পর জানা যাবে।
Leave a Reply