উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ‘পারমাণবিক ঢাল-তলোয়ার আরও শক্তিশালী করতে’ নির্দেশ দিয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স
গতকাল শুক্রবার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র গবেষণা ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিম। এ সময় তিনি বলেন, আমাদের অবশ্যই পারমাণবিক ঢাল-তলোয়ারকে ক্রমাগত শক্তিশালী ও নবায়ন করতে হবে, যা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্বার্থ ও উন্নয়নের অধিকার নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করতে পারবে।
উত্তর কোরিয়া কয়েক দশক ধরে একটি পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যার মধ্যে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অভিযানও রয়েছে। এগুলোর কারণে তারা বছরে ২০টি পর্যন্ত পারমাণবিক অস্ত্র বানাতে পারছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং।
কয়েক দিন আগে সিউল জানিয়েছিল, পিয়ংইয়ংয়ের কাছে প্রায় ২ হাজার কেজি (২ টন) উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিউলের এই মন্তব্যের পর দেশের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কিম জং উন।
Leave a Reply