ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ওই ইউনিয়নের চামেশ্বরী মহেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন, সম্পদ কুমার (৭) ও মহারানী (৪)। সম্পর্কে তারা ভাই-বোন।
থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, শনিবার দুপুরে বাড়ির পেছনে পুকুরের পাশের জমিতে ওই দুই শিশুর বাবা দয়াল চন্দ্রন বর্মণ কাজ করছিল। এ সময় তারা সেখানে ছিল। পরে তাদের রেখে তাদের বাবা বাড়িতে আসেন।বাড়ির কাজ শেষ করে বর্মণ গিয়ে তাদের আর দেখতে পাননি। এক পর্যায়ে অনেক খোঁজাখুঁজির পরে পুকুরে জাল টেনে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply