গত ০৪/০৫/২০২৫ ইং তারিখে দৈনিক প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় ‘সরকারি পুকুর কেটে মাটি বিক্রি বিএনপি নেতার’ শিরোনামে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে। উক্ত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
প্রকৃত ঘটনা হলো, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আলী মাহমুদপুর গ্রামে জেলা পরিষদের ১১ বিঘা সরকারি খাস পুকুর একই উপজেলার জামালগঞ্জ এলাকার হাবিবুর রহমান গত ৬ মাস পূর্বে আড়াই বছরের জন্য ৬ লাখ ৫১ হাজার টাকায় লিজ নেন। তার বাড়ি দুরে হওয়ায় পুকুরটি দেখভালের দায়িত্ব আমাকে দেন। পুকুর দীর্ঘদিন ধরে সংস্কার না করায় মাছ চাষের অনুপোযোগী হওয়ায় সংস্কারের জন্য জয়পুরহাট জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়। এরপর জেলা প্রশাসকের নির্দেশের রেভিনিউ ডেপুটি কালেক্টর উজ্জ্বল বাইন বিষয়টি তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেন। এরপর আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ৩ সদস্যের কমিটি গঠন করলে পরে ওই কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের বলা হয়, ‘পুকুরটির গভীরতা ৩-৪ ফুট এবং পুকুরর চারিদিকে ভাঙা ও ঢাল ঠিক নেই। বর্তমানে মাছ চাষের উপযোগী নেই, ৫-৭ ফিট গভীরতা করে চারিদিকে পাড় ও ঢাল মেরামত করা হলে মাছ চাষের অনুকুল পরিবেশ ফিরে আসবে’। আমাকে এলাকার সাধারণ জনগন পুকুরটি সংস্কারের অনুরোধ করলে আমি পুকুরটির ৫ থেকে ৭ফিট গভীরতার মধ্যে চারিদিকের পাড় সংস্কার করি। কোন প্রকার মাটি বাহিরে বিক্রি করি নাই ও কোন বালু উত্তোলন করি নাই। কিন্ত সংবাদে উল্লেখ করা হয়েছে, দুই মাস ধরে অনুমতি ছাড়াই পুকুরটি খনন করে মাটি বিক্রি করেছেন আবু তালেব। শুধু মাটি নয়, যন্ত্রের মাধ্যমে পুকুর থেকে বালুও উত্তোলন করেছেন তিনি। যা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রতিবাদকারী
আবু তালেব
গোপীনাথপুর, আক্কেলপুর, জয়পুরহাট।
Leave a Reply