প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাহ। ২০২৪-২৫ প্রিমিয়ার লিগের এখনো শেষ রাউন্ড বাকি। তার আগেই শনিবার মৌসুমের সেরা খেলোয়াড়ের নাম জানিয়ে দিল ইপিএল কর্তৃপক্ষ।
মিসরের এই স্ট্রাইকার দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন। এর আগে ২০১৭-১৮ মৌসুমে প্রথমবার জিতেছিলেন তিনি। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড এবারও পুরস্কারটি জিতেছেন সমর্থকদের ভোট এবং ফুটবল বিশেষজ্ঞদের মতামতের সম্মিলিত সিদ্ধান্তে।
ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে এই মৌসুমের শুরুতে লিভারপুলে যোগ দেন ডাচ কোচ আর্না স্লট। তার হাত ধরে মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে এগিয়ে যায় দলটি। চার ম্যাচ হাতে রেখে লিগের শিরোপা জয় নিশ্চিত করে তারা। আর দলের এই সাফল্যে নিয়মিত গোল করে ও করিয়ে সবচেয়ে বড় অবদান রাখেন সালাহ।
এখন পর্যন্ত ২৮ গোল করে আসরের সর্বোচ্চ স্কোরার তিনি। অ্যাস্টিসের তালিকায়ও তার নাম সবার ওপরে, ১৮টি!
Leave a Reply