বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় আসছেন মোশাররফ করিম। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার ‘বিলডাকিনি’ সিনেমা। ছবিতে প্রথমবারের মতো তিনি জুটি বেঁধে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী পার্ণো মিত্রের সঙ্গে।
অক্টোবরের শেষদিকে ‘বিলডাকিনি’ মুক্তির পরিকল্পনা করছেন ছবিটির নির্মাতা ফজলুল কবীর তুহিন। তিনি বলেন, ‘বিলডাকিনির কাজ প্রায় শেষ। চলতি মাসে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেব। সব ঠিকঠাক থাকলে অক্টোবরে মুক্তি পাবে।
মোশাররফ করিম বলেন, ‘দুটি পোড় খাওয়া মানুষ নানা সংঘাতের মধ্য দিয়ে, নানা যুদ্ধের মধ্য দিয়ে একজন আরেকজনের কাঁধে হাত রাখে। আমরা সমাজের যত অনাধুনিকতা দেখি, সেই অনাধুনিকতার বিরুদ্ধে এই দুটি মানুষের মন খুব গোপনে এক জায়গায় দাঁড়ায়।’ পার্ণো মিত্র বলেন, ‘এর আগে বাংলাদেশে কাজ করে দর্শকের প্রচুর ভালোবাসা পেয়েছি। আশা করছি এখানে আরও কাজ করব এবং আপনাদের ভালোবাসা পাব।’ গেল বছর নওগাঁয় সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়। সম্পাদনাসহ যাবতীয় কাজ শেষে এবার মুক্তির পালা।
Leave a Reply