বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে একটি প্রকাশনা তুলে দেন ইলিয়াস কাঞ্চন।
মির্জা ফখরুলের সঙ্গে আলোচনার সময় চিত্রনায়ক ইলিয়াস বলেন, দেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সড়কে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক চাই সংগঠনের ব্যানারে কর্মসূচি করে যাচ্ছি আমি।
এ অভিনেতা বলেন, এরই একটি প্রকাশনা দিয়ে। আর রাজনতৈকি দলের নেতাকর্মীদের নিয়ে একটি একটি সেমিনার করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা।
Leave a Reply