লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী হাজিটারী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চলবলা ইউনিয়নের নুর ইসলাম (৫৫) ও দেলোয়ার হোসেন (৪৩)। আহত ব্যক্তি হলেন- তাদের ছোট ভাই ইয়াছিন আলী (৩৮)।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে আর্থিংয়ের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নুর ইসলাম ও দেলোয়ার হোসেন। এ সময় ইয়াছিন তাদেরকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরে খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা নুর ইসলাম ও দেলোয়ারকে মৃত ঘোষণা করেন এবং অপর ছোট ভাই ইয়াছিনকে রংপুর মেডিকেলে পাঠায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বাড়ির বিদ্যুৎ সংযোগের আর্থিং টানতে গিয়ে দুই ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আরেক ভাই গুরুতর হওয়ার তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের সিদ্ধান্ত দেয়া হয়েছে।
Leave a Reply