ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবেন আনচেলত্তি, আশা রোনালদিনহোর

ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবেন আনচেলত্তি, আশা রোনালদিনহোর

সময় চলে গেলেও রোনালদিনহো কখনো ফ্যাশনের বাইরে যান না। বল যখন তাঁর পায়ের সঙ্গী ছিল, তখন যেমন মুগ্ধ করেছেন বিশ্ব, এখনো তেমনি তাঁর প্রতি ভালোবাসা অটুট ফুটবলপ্রেমীদের হৃদয়ে।

সম্প্রতি তেমনই এক আবেগঘন দৃশ্য দেখা গেল জর্জিয়ার রাজধানী তিবলিসিতে, যেখানে ‘স্পোর্টস ওরিয়েন্ট’ আয়োজিত বার্সেলোনা কিংবদন্তিদের ম্যাচে ফের বার্সার জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামলেন ব্রাজিলিয়ান এই জাদুকর।

রোনালদিনহোর সেই চিরচেনা হাসি, সার্ফারদের মতো হাত মেলানো, আর অদ্ভুত এক আকর্ষণীয় উপস্থিতি—সব মিলিয়ে আবারো ঝলসে উঠলেন মাঠে। অনেক তরুণ ভক্ত, যারা তাঁর সোনালি সময় চোখে দেখেননি, তারাও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন হোটেল ও স্টেডিয়ামের বাইরে, এক ঝলক দেখার আশায়, অটোগ্রাফ বা সেলফির আশায়।

এই সফরেই তিনি স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কাকে দিয়েছেন একটি বিশেষ সাক্ষাৎকার, যেখানে বর্তমান ফুটবল, বার্সেলোনা, ভিনিসিয়ুস, লামিনে ইয়ামাল ও আনচেলত্তির ব্রাজিল নিয়েও কথা বলেছেন অকপটে।

সাক্ষাৎকারের চুম্বক অংশ বাংলায়:

প্রশ্ন: খেলোয়াড় জীবনের কোন অংশটা আপনি সবচেয়ে বেশি মিস করেন?

রোনালদিনহো: সবই মিস করি। সারাজীবন তো এই কাজটাই করেছি। বিশেষ করে ড্রেসিংরুমের পরিবেশটা খুব মিস করি। এখন বন্ধুদের সঙ্গে এ ধরনের ম্যাচ খেলতে পারা, সেই পুরনো ক্লাবের জার্সি গায়ে চাপিয়ে, দারুণ এক অনুভূতি।

প্রশ্ন: আপনি কি এখনকার বার্সেলোনা উপভোগ করেন?

উত্তর: হ্যাঁ, বার্সা আবারও খুশির উৎস হয়ে উঠেছে। এইভাবে জয় পাওয়াটা গর্বের। কঠিন সময় পেরিয়ে ক্লাব এখন আবার হাসছে।

প্রশ্ন: এই দল কি রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো?

উত্তর: দুইটিই দুর্দান্ত দল, বিশ্বমানের খেলোয়াড়ে ঠাসা। তবে এই মৌসুমে বার্সা রিয়ালকে সব দিক দিয়েই হারিয়েছে। আমি চাই, এই ধারাবাহিকতা বজায় থাকুক।

প্রশ্ন: (বার্সার) নতুন প্রজন্ম কি শিগগিরই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে?

উত্তর: আমি খুব আশাবাদী। এই দলের তরুণরা ভয়হীন, আত্মবিশ্বাসী এবং প্রতিভাবান। তারা জানে তারা কী করতে মাঠে নামে। (হান্সি) ফ্লিক দুর্দান্ত কাজ করছেন।

প্রশ্ন: লামিনে মাত্র ১৭ বছর বয়সে যা খেলছে, আপনি আর মেসি তো তখন এতটা এগিয়ে ছিলেন না…

উত্তর: আমি আর মেসি আমাদের সময় ইতিহাস গড়েছি। এখন ইয়ামালের সময়। এই বয়সে ও যেটা দেখাচ্ছে, সেটা অসাধারণ। এমন খেলোয়াড়দের খেলতে দেখাটা দারুণ; ফুটবলের জন্য এরা আশীর্বাদ। আমি চাই, ওর ক্যারিয়ারও আমাদের মতোই হোক।

প্রশ্ন: লামিনেকে আপনারা বা মেসির সঙ্গে তুলনা করা ঠিক?

উত্তর: আমি কখনো তুলনার পক্ষে না। প্রত্যেক খেলোয়াড়ের আলাদা ধরন থাকে। গুরুত্বপূর্ণ হলো—লামিনে মানুষের মুখে হাসি ফুটাচ্ছে, যেমনটা আমি করতাম, মেসিও করেছে। ও যেন এই পথেই এগিয়ে যায়।

প্রশ্ন: যদি এবার বার্সা চ্যাম্পিয়ন্স লিগ না-ও জেতে, তবু কি লামিন ব্যালন ডি’অর পেতে পারে?

উত্তর: ওর সামর্থ্য আছে ব্যালন ডি’অর জেতার। অনেক ভালো খেলোয়াড় আছে দুনিয়ায়, কিন্তু লামিনে তাদের মধ্যে অন্যতম। এই বয়সে এত কিছু করা সত্যিই চমকে দেওয়ার মতো। একবার না, বারবারও জিততে পারে।

প্রশ্ন: গতবার ভিনিসিয়ুস ব্যালন ডি’অর না পাওয়াটা কি অবিচার ছিল?

উত্তর: অবশ্যই। সে তো নিয়মিতভাবে বড় বড় শিরোপা জিতছে, এমনকি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোলও করছে। আমার মনে হয়, ওর প্রাপ্য ছিল।

প্রশ্ন: স্পেনের অনেক জায়গায় ভিনিকে অপছন্দ করে কেন?

উত্তর: (হাসি) সত্যি বলতে আমি জানিই না! সে আমাদের দেশের (ব্রাজিল) এক মহান আইডল, ওর জন্য সবসময় শুভকামনা রইল।

প্রশ্ন: পিএসজি কি এবার ইউরোপ চ্যাম্পিয়ন হতে পারে?

উত্তর: আমি চাই তারা জিতুক। পিএসজি আমাকে অনেক ভালোবাসা দিয়েছে ইউরোপে পা রাখার শুরুতে। এখন তাদের দুর্দান্ত কোচ আছে, যিনি আবার আমার ভালো বন্ধু। আমি চাই, এবার তারা সেই বহু কাঙ্ক্ষিত শিরোপা জিতে নিক।

প্রশ্ন: আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে পছন্দ?

উত্তর: খুবই পছন্দ। আমরা একসঙ্গে কাজ করেছি, ভালোভাবে জানি তাঁকে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) দারুণ সিদ্ধান্ত এটা। আমি আশাবাদী, ও বিশ্বকাপ এনে দিতে পারবে।

মার্কা

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme