ভক্তের উপহারে চমকে গেলেন মিম

ভক্তের উপহারে চমকে গেলেন মিম

অনলাইন ডেস্ক:

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম একের পর এক ছবি দিয়ে পর্দা মাতাচ্ছেন। গেল বছর ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা দিয়ে আলোচনার তুঙ্গে ছিলেন এই নায়িকা। শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’।

সম্প্রতি সিনেমাটির প্রচারণার কাজে ব্যস্ত এই অভিনেত্রী চমকে গেলেন ভক্তের কাণ্ডে। ‘অন্তর্জাল’ দেখতে এসে মিমকে স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছেন এক ভক্ত। মুক্তি উপলক্ষে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ছবিটির। সেখানে উপস্থিত ছিলেন মিম। ছবিটি দেখে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিষয়টি জানান তিনি।

মিম বলেন, সকাল থেকে রেসপন্স অনেক ভালো পাচ্ছি। যারা যারাই দেখেছেন, বের হয়ে টেক্সট করছেন, ফোন দিচ্ছেন, খুব ভালো বলছেন। এই সময়ে এরকম একটি ছবি হতে পারে, বিষয়টিকে তারা উৎসাহ দিচ্ছেন।

এরপর নিজের হাত থেকে ব্রেসলেটটি দেখিয়ে তিনি বলেন, কিছুক্ষণ আগে একজন দর্শক ছবিটা দেখে আমাকে এই গোল্ডের ব্রেসলেট উপহার দিয়েছেন।

আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে। প্রোগ্রামারের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। মিম-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme