অনলাইন ডেস্ক:
ভারতের গুজরাটে বিভিন্ন জায়গায় বাজ পড়ে ২০ জনের মৃত্যু হয়েছে। অসময়ের প্রবল বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
রাজ্যের জরুরি পরিষেবা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার রাজ্যজুড়ে প্রবল বৃষ্টি হয়েছে। আর তখন সমানে বাজ পড়েছে। আর সেই বাজের বলি হয়েছেন ২০ জন।
বাজ পড়ে দাহোদে চারজন, ভারুচে তিনজনের, তাপিতে দুইজনের এবং আহমেদাবাদ, আমরেলি, বনাসকান্থা, বাতোদ, খে়ড়া, মেহসানা, পাঁচমহল, সবরকান্থা, সুরাত, সুরেন্দ্রনগর ও দেবভূমি দ্বারকায় একজন করে মারা গেছেন।
Leave a Reply