ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাস্তবায়নের পর গতকাল সোমবার রাতেই আসামের গুয়াহাটি আইনের নির্দেশিকার অনুলিপি পোড়ানোসহ বিক্ষিপ্ত প্রতিবাদ হয়েছে। তবে আজ মঙ্গলবার সকাল থেকে আসামসহ উত্তর-পূর্ব ভারত মোটামুটি শান্তিপূর্ণ রয়েছে। বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের কারণেও সাধারণ মানুষ হয়তো রাস্তায় নামেনি। রাতের দিকে বিক্ষোভের মাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার বলেছেন, সিএএ ব্যবহার করে আবার পশ্চিমবঙ্গ ভাগের খেলায় নেমেছে বিজেপি।
গতকাল সোমবার থেকে আসামের মানুষ রাস্তায় নেমেছেন—নলবাড়ি থেকে ডিব্রুগড়, গুয়াহাটি থেকে গোলাঘাট পর্যন্ত। উত্তর আসামের শিবসাগর থেকে জোরহাটে প্রতিবাদ চলছে আজ মঙ্গলবারেও। তবে সোমবার রাতের তুলনায় বিক্ষোভে উত্তেজনা ও উত্তাপ কিছুটা কম বলে মনে করা হচ্ছে।
Leave a Reply