নিজস্ব প্রতিবেদক
বাচ্চাটির নাম আরিয়ান হোসেন। বয়স ২ বছর ৪ মাস। পিতার নাম মোঃ হারুন হোসেন। হারুন পেশায় বাবুর্চি। বাসা বাবু পাড়া জয়পুরহাট। অনেক কষ্টের সংসার মা নাই। বাবা রিক্সা চালায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। তার বাচ্চাটির হার্টে ফুটা এবং lung এ পানি জমা ছিল। সম্ভবত রোগের নাম ASD ।
অনেকদিন চিকিৎসা শেষে ডাক্তার ডাক্তার অপারেশন করতে বলে এবং ৩ লাখ টাকা লাগবে বলে আরিয়ানের বলে বাবা হারুনকে জানায়। কষ্টের সংসার দুই বাচ্চা ও তার সহধর্মীনিকে নিয়ে অনেক কষ্টে তাদের সংসার চলে। কিন্তু এত টাকা কোথায় পাবে ? শেষে তার জমানো কিছু টাকা ও সমাজের হৃদয়বান ও মানবিক কিছু মানুষের সহায়তায় তার বাচ্চাকে অপারেশনের সিদ্ধান্ত নেয়।
ব্যাপারটি শোনার পর চিকিৎসার জন্য জয়পুরহাট ফারিয়ার উদ্দ্যোগে সোমবার তার হাতে অর্থ সহায়তা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার স্থায়ী পরিষদের সদস জুয়েল তোফায়েল আহমেদ, সদর ফারিয়ার সভাপতি বলবুল মিয়া মানিক ও সাধারণ সম্পাদক নোমায়ের হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply