মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির কথা জানালো ভারত ও পাকিস্তান

মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির কথা জানালো ভারত ও পাকিস্তান

ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দু’দেশ। একইসঙ্গে একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে দিল্লি-ইসলামাবাদ। শনিবার (১০ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত পোস্ট দেয়ার পাশাপাশি পৃথকভাবে বিষয়টি জানিয়েছে ভারত ও পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হয়েছে। চুক্তির পর ভারত ও পাকিস্তান সামরিক চ্যানেল এবং হটলাইনও সক্রিয় করেছে।’

পাশাপাশি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক আজ বিকেলে তার ভারতীয় প্রতিপক্ষের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং একটি চুক্তি হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘ভারত-পাকিস্তানের মধ্যে একমত হয়েছে যে উভয় পক্ষ আজ ভারতীয় সময় বিকাল ৫টা থেকে স্থল, আকাশ এবং সমুদ্রে সমস্ত যুদ্ধ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করবে।’ এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য দুই ডিজিএম আগামী ১২ মে (সোমবার) দুপুর ১২টার দিকে টেলিফোনে কথা বলবেন বলেও জানান তিনি।

পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ দুটিকে যুদ্ধবিরতিতে সম্মত করতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে।

ট্রাম্প বিবৃতিতে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ‘দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।’

এছাড়া এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও টুইট করেছেন। তিনি লিখেন, গেল ৪৮ ঘণ্টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান অসীম মুনির এবং এবং আইএসআই প্রধান অসীম মালিকসহ দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

টুইটে শান্তির পথ বেছে নেওয়ার জন‍্য রুবিও ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফের প্রজ্ঞা, বিচক্ষণতা ও রাষ্ট্রনায়কত্বের প্রশংসা করেন।

এর আগে ভারতের ‘অপারেশন সিঁদুর’ সেনা অভিযান ও পাকিস্তান বিমানবাহিনীর তিন ঘাঁটি লক্ষ্য করে হামলার পাল্টা জবাব দিতে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ শুরু করে ইসলামাবাদ। এ অভিযানের আওতায় শুক্রবার রাতে ভারতের ১১টি সামরিক স্থাপনায় হামলা চালায় পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী।

এমন পরিস্থিতিতে শনিবার (১০ মে) সকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি উভয় পক্ষকেই উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করার আহ্বান জানান এবং ভবিষ্যতে সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করতে মার্কিন সহায়তার প্রস্তাব দেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme