চলতি মাসেই আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে। ইতোমধ্যে দুই সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি। তবে সেখানে জায়গা পাননি মেহেদী হাসান মিরাজ।
সবশেষ বিপিএলের দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এই টাইগার অলরাউন্ডার। তাই তার টি-টোয়েন্টি দলে জায়গা না পাওয়া নিয়ে সমালোচনার ঝড় বয়ছে ক্রিকেটপাড়ায়।
কিন্তু টাইগার সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন কম্বিনেশনের কারণে দলের বাইরে রয়েছেন মিরাজ। রোববার (১১ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
সালাউদ্দিন বলেন, মিরাজ বিশ্বের ওয়ান অব দ্য বেস্ট অলরাউন্ডার। সে যদি খেলতে পারত আমাদের জন্য ভালো হতো। সে বিপিএলে ভালো পারফর্ম করেছে। কিছু কিছু কম্বিনেশনের কারণে কিন্তু সেরা খেলোয়াড়কে আপনার বাইরে রাখতে হচ্ছে।
আরব আমিরাত ও পাকিস্তান সফরে বাংলাদেশের স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
Leave a Reply