অনলাইন ডেস্ক:
জওয়ান ঝড়ে কেবল বলিউড নয় কাঁপছে বিশ্বের বিভিন্ন দেশ। উল্টেপাল্টে যাচ্ছে বক্স অফিসের হিসেব-নিকেশও। মুক্তির প্রথম ১১ দিনেই বিশ্বজুড়ে আটশ’ কোটি রুপির ঘর ছাড়িয়েছে জওয়ান।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এই খবর দিয়েছে। সোমবার অ্যাটলি পরিচালিত সিনেমাটি এই মাইলফল অর্জন করে। শাহরুখ খানের সাথে এই সিনেমায় অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। আছেন বিজয় সেথুপাতিও।
টুইটারে মনোবালা জানিয়েছেন, জওয়ান আটশ’ কোটির এলিট ক্লাবে প্রবেশ করেছে। এ পর্যন্ত সিনেমাটির ১৩ লাখ ৯০ হাজার টিকেটের বেশি বিক্রি হয়েছে।
হিন্দি ভার্সনে সিনেমাটির এখন পর্যন্ত ১৩ হাজার ৩১৭টি শো হয়েছে।
Leave a Reply