নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় যুবক জামাল উদ্দিন হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ঝলক রায় এই রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের আবদুল মতিন, নুরুল হক, আনর আলী, আফতাব মিয়া, সিরাজ আলী, মংলা মিয়া ও হেলাল উদ্দিন। এ ছাড়া একই মামলায় আরও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামে ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গ্রামের পাশের সড়কে গ্রামের বাসিন্দা মাসুক মিয়া ও হুশিয়ার আলীর মুদি দোকান ছিল। ঘটনার দিন দুপুরে ক্যারম খেলার জন্য হুশিয়ার আলী মাসুক মিয়ার কাছে ক্যারম বোর্ডের ঘুটি চান। কিন্তু মাসুক ঘুটি না দেওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে বিকালে হুশিয়ার আলীর পক্ষের লোকজন মাসুক মিয়ার পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এক পর্যায়ে মাসুক মিয়ার চাচা জামাল উদ্দিনকে সুলফি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। তাকে হাসাপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
Leave a Reply