নওগাঁ প্রতিনিধি:
যৌন প্রজনন, স্বাস্থ্য সুরক্ষা এবং সমন্বিত যৌনতা শিক্ষা সম্পর্কে প্রবন্ধ ও সচিত্র প্রতিবেদন তৈরির দক্ষতা উন্নয়নে নওগাঁয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রেসক্লাব মিলনায়তনে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রকল্পের ইয়ুদ সদস্য প্রাপ্তি মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্পের কো-অর্ডিনেটর সৈয়দা নভেরা আনওয়ার, জেলা সমন্বয়ক স্বপন কুমার, ব্র্যাকের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর, ডিস্ট্রিক ইয়ুথ মবিলাইজার ফারজানা রেজাসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়ুদ সদস্য ইসরাফিল হোসেন।
বক্তারা বলেন-বয়:সন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তনের বিষয়ে সকলকে সচেতন হতে হবে। এছাড়া যৌন প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আলোচনা গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের বিশেষ ভূমিকা রাখার আহবান জানানো হয়। সভায় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ২৪ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
Leave a Reply