শ্রীলঙ্কায় যখন চলছে ভারত-পাকিস্তান ম্যাচের রোমাঞ্চ, তখন পাকিস্তানের লাহোরে বাংলাদেশ দল পরিকল্পনা আঁটছে আফগান বধের। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির বোলিংয়ের সামনে ধসে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং। কালকের প্রতিপক্ষ আফগানিস্তান তো আরো শক্তিশালী। তাদের আছে রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবিদের মতো বোলার।
তাদের সামলাতে কতটা প্রস্তুতি আছে বাংলাদেশের?
আজ শনিবার লাহোরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতির কথা জানালেন বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহে। রশিদ খানদের সামলানোর প্রস্তুতি তার শিষ্যদের আছে বলে জানালেন এই শ্রীলঙ্কান, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। নিশ্চিতভাবে এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু তাদের সঙ্গে আমরা সম্প্রতি খেলেছি।
যেভাবে খেলেছি এখানে কিছু সফলতাও ছিল। আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য খুবই সতর্ক আছি।’
গত ৩১ আগস্ট শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। তাদের কাছে ৫ উইকেটে হারের পরদিনই যেতে হয়েছে লাহোরে।
Leave a Reply