রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বুধবার সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান সমকালকে বলেন, আজ ২৪৪ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের তেজগাঁও, ফার্মগেট ও গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত ঝটিকা মিছিল থেকে আনুমানিক সাড়ে পাঁচশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply