রাজাদের দাসত্ব আর মেনে চলবেনা পঞ্চগড়ের সাধারণ মানুষ। সকল অপকর্মের হিসাব দিতে হবে। সাধারণ মানুষের রক্ত চুষে যারা বিত্ত বৈভব গড়েছেন তাদের দিন শেষ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে চাঁদাবাজি, দুর্নীতিসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধার উদ্দেশে লংমার্চ কর্মসূচির মাঝে তেঁতুলিয়ার ঐতিহাসিক তেঁতুল তলায় এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে কোঠর অবস্থানে থাকবে এনসিপি। পর্যটন সহ প্রকৃতি সম্পদের জেলা পঞ্চগড়। সাধারণ মানুষের জীবন জীবিকার উপর জুলুম নির্যাতন করে সুবিধা ভোগী কিছু মানুষ নিজেদের আখের গুছিয়ে আসছে। এনসিপি সাধারণ মানুষের হয়ে এই পরিস্থিতির মোকাবিলা করবে। সাধারণ মানুষের সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যে কাজ করবে এনসিপি। দুর্নীতি অনিয়ম, চাঁদাবাজি করে যারা এতদিন ফায়দা লুটেছে তাদের মুখোশ খুলে দেয়া হবে। তেঁতুলিয়ার ভূসম্পদ উত্তোলন সরকারী ইজারায় হবে। কোন সুবিধাভোগীর হাতে থাকবে না। কতিপয় ব্যক্তির রামরাজত্ব আর চলতে দেয়া হবে না। প্রশাসন চলবে জনগণের স্বার্থে।
Leave a Reply