ঢাকাই সিনেমার চিত্রনায়ক রুবেল এক সময়ের অ্যাকশন হিরো। তার রুদ্ধশ্বাস মারপিটের দৃশ্য আজও মনে রেখেছেন ভক্তরা। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন ফেক আইডি থেকে তাকে নিয়ে একের পর এক মৃত্যুর গুজব ছড়ানোয় ক্ষুব্ধ হয়ে উঠেছে তার পরিবার। বিষয়টি নিয়ে একাধিকবার রুবেল ক্ষোভ প্রকাশ করেছেন। এবার রুবেলের বড় ভাই চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা ক্ষোভ ঝাড়লেন গুজবকারীকে নিয়ে।
রুবেলকে নিয়ে যারা মিথ্যা ছড়াচ্ছেন, তাদের হুঁশিয়ার করে দিয়ে মঙ্গলবার (২৯ এপ্রিল) এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে কড়া ভাষায় সতর্ক করেছেন গুজব রটনাকারীদের।
রুবেলের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সোহেল রানা তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছে। মিথ্যা প্রচারে নাকি আইনি ব্যবস্থা নেওয়া যায়, যদি আবারও এমন ধরনের বাজে কথা কেউ প্রচার করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পরে আরেক স্ট্যাটাসে অভিনেতা লেখেন, ‘অমানুষের বাচ্চারা সংযত হও। রুবেলের মিথ্যা মৃত্যু সংবাদ প্রচার করলে এবার কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’
সোহেল রানার এমন পোস্টের পর অনেকে তাকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি যারা এ ধরনের খবর প্রচার করেছেন, তাদের প্রতি নিন্দাও জানিয়েছেন।
Leave a Reply