র‌্যাংকিংয়ে ১৩৩ ধাপ লাফ সাইফের, শীর্ষ দশে মোস্তাফিজ

র‌্যাংকিংয়ে ১৩৩ ধাপ লাফ সাইফের, শীর্ষ দশে মোস্তাফিজ

file photo

আইসিসি প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। ব্যাটারদের তালিকায় সাইফ হাসান লাফিয়ে উঠেছেন ১৩৩ ধাপ, আর বোলারদের তালিকায় মোস্তাফিজুর রহমান জায়গা করে নিয়েছেন শীর্ষ দশে।

এশিয়া কাপের শুরুতে একাদশে জায়গা না পেলেও আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুযোগ পান সাইফ। সেই ম্যাচে ২৮ বলে ৩০ রান করেন তিনি। এরপর সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন এই ডানহাতি। ২ চার ও ৪ ছক্কায় ৪৫ বলে ৬১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন সাইফ।

দুই ম্যাচে ধারাবাহিক ব্যাটিংয়ের সুবাদে তিনি ১৩৩ ধাপ এগিয়ে ৪২৩ রেটিং নিয়ে উঠে এসেছেন ব্যাটারদের তালিকার ৮১তম স্থানে।

বাংলাদেশ অধিনায়ক লিটন দাস আফগানিস্তানের বিপক্ষে ৯ ও শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রান করলেও দুই ধাপ এগিয়ে ৫৫৪ রেটিং নিয়ে পৌঁছেছেন ৪০তম স্থানে।
তাওহিদ হৃদয় আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ২৬ রান। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৪টি চার ও ২টি ছক্কায় ৩৭ বলে ৫৮ রানের ইনিংসে। ফলে তিনি সাত ধাপ এগিয়ে ৫৫২ রেটিং নিয়ে জায়গা করে নিয়েছেন ৪১তম স্থানে।

এশিয়া কাপে এখন পর্যন্ত ৭ উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান। এর মধ্যে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সমান ৩টি করে মোট ৬ উইকেট নিয়েছেন তিনি। তার ধারাবাহিক সাফল্য প্রতিফলিত হয়েছে র‌্যাংকিংয়ে। ছয় ধাপ এগিয়ে ৬৬০ রেটিং নিয়ে নবম স্থানে উঠে এসেছেন ‘কাটার মাস্টার’।

বাংলাদেশি স্পিনার মাহেদি হাসান শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর ম্যাচে ২৫ রানে ২ উইকেট শিকার করে র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন। বর্তমানে তার রেটিং ৬২৯, অবস্থান ১৭তম।

অন্যদিকে, পেসার তানজিম হাসান সাকিবও দুই ধাপ এগিয়ে ৫২৬ রেটিং নিয়ে পৌঁছেছেন ৪০তম স্থানে।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ব্যাটিং, বোলিং এবং অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের তিন ক্রিকেটার—অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী ও হার্দিক পান্ডিয়া।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme