লজ্জার রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গেলেন রশিদ খান

লজ্জার রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গেলেন রশিদ খান

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা বোলার রশিদ খান। কার্যকরী লেগ স্পিনার হিসেবে তার কদর বরাবরই বেশি। আফগানিস্তানের এই লেগির বল মানেই ব্যাটারদের নাকানি-চুবানি খাওয়া। কিন্তু সেই রশিদ এবারের আইপিএলে মুদ্রার সম্পূর্ণ উল্টো পিঠ দেখলেন। গুজরাট টাইটান্সের বিদায়ের ম্যাচে বিব্রতকর রেকর্ড গড়েছেন ২৬ বছর বয়সী এই তারকা।

শুক্রবার (৩০ মে) আইপিএলের এলিমিনেটর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ২০ রানে হেরে বিদায় নিয়েছে গুজরাট টাইটান্স। দলের বিদায়ের ম্যাচেও এই আফগান তারকা বোলিং পারফরম্যান্সে নামের প্রতি মোটেও সুবিচার করতে পারেননি। ২০১৭ সাল থেকে নিয়মিত আইপিএল খেললেও এবারই প্রথম ১০–এর কম উইকেট নিয়ে আসর শেষ করেছেন।

পুরো টুর্নামেন্টের মতো এলিমিনেটরের মতো বড় ম্যাচে দলকে তেমন সহায়তা করতে পারেননি রশিদ। মুম্বাইয়ের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। উল্টো হজম করেছেন দুটি ছক্কা। আর তাতেই চলমান অষ্টাদশ আইপিএলে রশিদ হজম করলেন ৩৩টি ছক্কা। যা আইপিএলে এক আসরে সর্বোচ্চ ছক্কা হজমের নজির।

এতদিন টুর্নামেন্টটির এক আসরে সর্বোচ্চ ছক্কা হজমের রেকর্ডটি ছিল মোহাম্মদ সিরাজের দখলে। ২০২২ সালে সিরাজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৫ ইনিংসে ৩১ ছক্কা খেয়েছিলেন তিনি।  তাকে সেই লজ্জা থেকে মুক্তি দিলেন তারই গুজরাট সতীর্থ রশিদ। এ ছাড়া ২০২৪ সালে যুজভেন্দ্র চাহাল এবং ২০২২ আসরে শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা হজম করেন সমান ৩০টি ছক্কা।

উল্লেখ্য, গুজরাটের প্রধান খেলোয়াড়দের মধ্যে একজন রশিদ। কিন্তু এবার সবমিলিয়েই ভুলে যাওয়ার মতো এক আসর কাটিয়েছেন তিনি। ১৫ ম্যাচে ৯.৩৪ গড়ে তিনি ৯টি উইকেট নিয়েছেন। যা তার সঙ্গে মোটেও মানানসই নয়। মোট রান দিয়েছেন ৫১৪। রশিদ ছন্দে থাকলে এ বার আরও কিছুটা সুবিধা হত গুজরাটের। কিন্তু তিনি ফর্মে না থাকায় দলের বোলিং আক্রমণে সমস্যা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme