নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মেহেরাজ হোসেন জিসান (৭) নামে এক শিশুকে অপহরণ করে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এক লাখ ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো বেগমগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের নুরুল আমিনের ছেলে আবদুর রহিম রনি (২১) ও একই গ্রামের সহিদ উল্যার ছেলে মো. সালমান হোসেন শিবলু (২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জিসান স্থানীয় জিরতলী বাজারের কাসেম উলুম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। ২০১৯ সালের ২১ মার্চ দুপুর ১টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। এ সময় মায়ের অসুস্থতার কথা বলে তাকে অপরহরণ করে নিয়ে যায় রনি ও তার বন্ধু শিবলু। শিশুটিকে সদরের নোয়ান্নই ইউনিয়নের শাহাদাতপুর গ্রামের পরিত্যক্ত বাড়িতে নিয়ে আটকে রাখে তারা। সন্ধ্যার পর পরনের জামা-কাপড় দিয়ে শ্বাসরোধে হত্যা করে মাটিতে পুঁতে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। দুদিন পর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করে। তদন্ত করে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।
Leave a Reply