শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে অংশ নিতে একে একে শ্রীলঙ্কায় দলের সাথে যোগ দিতে দেশ ছাড়ছেন ডাক পাওয়া বাংলাদেশের ক্রিকেটাররা। গতকাল (শুক্রবার) আট ক্রিকেটার দেশ ছাড়ার পর শনিবার সকালে পেসার তাসকিন আহমেদ ও ওপেনার নাঈম শেখ রওনা হয়েছেন লঙ্কা সফরে।
বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন জানান, ইনজুরি কাটিয়ে ফের দলে ফেরা তার জন্য অনেক আবেগঘন মুহূর্ত। শুধু দলে ফেরাই নয় বরং নিজের সেরাটা দিয়ে দলের জয় নিশ্চিত করতে চান বলেও জানান এই পেসার।
তাসকিন বলেন,‘একজন টিম ম্যান হিসেবে আমি আমার দলের জয়ে ভূমিকা রাখতে চাই। আর ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমরা সিরিজ জিতব। আমি অনেক উদগ্রীব হয়ে আছি। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগছে, মাঝখানে প্রায় তিন মাস খেলার সুযোগ হয়নি।’
তিনি আরও বলেন,‘আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আবার দলে ফিরলাম। এখন একটাই প্রত্যাশা জয়ের পেছনে যেন আমারও একটা ভূমিকা থাকে।’
ইনজুরি প্রসঙ্গে তাসকিন বলেন,‘যে কোনো প্লেয়ারের জন্য মাঠের বাইরে থাকা কষ্টকর। ফাস্ট বোলারদের তো ইনজুরি হতেই পারে। এটা জীবনেরই অংশ। আল্লাহর রহমতে এখন সুস্থ আছি, আশা করি ভালো কিছু করতে পারব।’ এছাড়া, সিরিজ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন,‘ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাটেই জিততে চাই। হারজিত থাকবেই, কিন্তু ইনশাআল্লাহ আমরা সেরাটা দিব, আমার বিশ্বাস আছে।’
উল্লেখ্য, শ্রীলঙ্কার মাটিতে সফরকারী বাংলাদেশ দল তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২ জুলাই
Leave a Reply