খেলাধুলা ডেস্ক:
এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ৩০ আগস্ট, পরের দিনই মিশন শুরু হবে বাংলাদেশ দলের। সে লক্ষ্যে ২৭ আগস্ট শ্রীলঙ্কায় উড়াল দেয় টাইগাররা। অবশ্য বাংলাদেশ দলের সেই বহরে যাননি সহ-অধিনায়ক লিটন কুমার দাস। জ্বরের কারণে যেতে পারেননি এই ওপেনার।
জ্বরে আক্রান্ত লিটন বর্তমানে নিজের বাসায় বিশ্রাম নিচ্ছেন। তার সবশেষ পরিস্থিতি জানতে ডেঙ্গু টেস্ট করানো হয়েছিল। তাতে অবশ্য স্বস্তির খবরই পেয়েছে বাংলাদেশ। ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে লিটনের।
এদিকে সোমবার দলের সঙ্গে যোগ দেয়ার কথা লিটনের। কিন্তু এখনো জ্বর থেকে সেরে ওঠেননি তিনি। তাই আজও দলের সঙ্গে যোগ দেয়া হচ্ছে না লিটনের।
৩১ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা । লঙ্কানদের বিপক্ষে ম্যাচসহ গ্রুপ পর্বে লিটনের খেলা নিয়ে জেগেছে শঙ্কা। পুরো বিষয়টিই নির্ভর করছে তারকা এই ক্রিকেটারের শারীরিক অবস্থার ওপর।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, সোমবার সকালেও ওর জ্বর ছিল। এখনও ওর জ্বর আছে। ডে বাই ডে দেখবো আমরা। যখনই সে ভালো হয় চলে যাবে। আসলে এখনকার জ্বর তো একেকজনের ওপর একেকভাবে প্রভাব ফেলে। জ্বরের পর দুর্বলতা থাকতে পারে। সব কিছু মিলিয়ে আমরা ডে বাই ডে দেখবো। এরপর যখন মনে করবো ও প্রস্তুত, তখনই পাঠিয়ে দেব। ডেঙ্গু পরীক্ষা করানো হয়েছিল সেটার রেজাল্ট নেগেটিভ। এটা আবারো করানো হবে। এখন জ্বর না কমলে তো সে যেতে পারবে না।
গ্রুপ পর্ব বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩ সেপ্টেম্বর। পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়াম। গ্রুপ পর্ব পেরিয়ে গেলে বাংলাদেশকে সুপার ফোরে প্রথম ম্যাচ খেলবে ৯ সেপ্টেম্বর।
Leave a Reply