ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য এবং সংশোধিত গঠনতন্ত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে জামায়াতে ইসলামী। আজ বুধবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি ইসির নির্বাচন সহায়তা শাখায় জমা দেওয়া হয়।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসব তথ্য জমা দেন।
ইসি’র সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যাংক হিসাব নম্বর ও সংশোধিত গঠনতন্ত্র ইসিতে জমা দিয়েছে।
জামায়াতের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০১৩ সালে নিবন্ধন বাতিল হওয়ার পর থেকে কোনো ব্যাংক হিসাব কার্যকরভাবে পরিচালনা করতে পারেনি। কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সকল কার্যালয় বন্ধ করে দেওয়া হয়। মূলত প্রতিকূল পরিস্থিতিই ব্যাংক হিসাব দিতে না পারার কারণ।
গত জুলাই মাসে জামায়াতে ইসলামী বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেয়। সেখানে ব্যাংক হিসাব নম্বর না থাকায় প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি দেয় ইসি সচিবালয়।
Leave a Reply