নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের পূর্বে সীমান্ত পিলার ২৭৪ থেকে ২৭৬ এমপি এর মধ্যবর্তী স্থানে ভারত পার্শের ক্যানেলে বিএসএফ কর্তৃক বাঁধ দেওয়ার ফলে জয়পুরহাট সদর উপজেলার সৌলাগাড়ী বিলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে কয়েক হাজার বিঘা জমির রোপা আমন ধান পানিতে তলিয়ে যায়। এ সমস্যা নিরসনের জন্য বিজিবি কর্তৃক বিএসএফের সাথে সমন্বয়ের মাধ্যমে বিলের জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ও প্রতিপক্ষ ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফের সাথে জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে সৌলাগাড়ী বিলের জলাবদ্ধতার স্থায়ী সমস্যা নিরসনে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সেই অনুষ্ঠানে বিএসএফ ভারত পার্শ্বের খাল দিয়ে বিলের পানি প্রবাহের জন্য নালা পরিষ্কার ও প্রশস্থ করে স্থায়ীভাবে একটা সমাধান করার ব্যাপারে সম্মত হয়। পাশাপাশি বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা সৌলাগাড়ী বিলের জলাবদ্ধতা নিরসনের জন্য বাংলাদেশের অভ্যন্তরের খালকে প্রশস্থ করে ছোট যমুনা নদীর সাথে সংযোগ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হামিদ উদ্দিন ও বিএসএফের ১৩৭ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুখভীর দাঙ্গারসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা।
শেষে সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা ও সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি-বিএসএফ একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply