সমুদ্র থেকে প্রতিবছর ৬শ কোটি টন বালু তোলা হয়: জাতিসংঘ

সমুদ্র থেকে প্রতিবছর ৬শ কোটি টন বালু তোলা হয়: জাতিসংঘ

অনলাইন ডেস্ক:

প্রতিবছর বিশ্বের সমুদ্র এবং মহাসাগরগুলো থেকে প্রায় ৬ বিলিয়ন (৬০০ কোটি) টন বালু ও অন্যান্য পলি তোলা হয় বলে জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে। পরিসংখ্যানটি জীববৈচিত্র্য ও উপকূলীয় সম্প্রদায়ের ওপর একটি ধ্বংসাত্মক সতর্কতা।

সামুদ্রিক পরিবেশে পলি নিষ্কাশনের বিষয়ে প্রথম বিশ্বব্যাপী ডাটা প্ল্যাটফরম চালু করে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) সতর্ক করে বলেছে, ড্রেজিংয়ের পরিমাণ বাড়ছে, যার পরিণতি ভয়াবহ হবে।

ইউএনইপির বিশ্লেষণকেন্দ্র জিআরআইডি-জেনেভা প্রধান প্যাসকেল পেদুজ্জি বলেছেন, ‘অগভীর সমুদ্র খনন কার্যক্রম ও ড্রেজিংয়ের পরিবেশগত প্রভাবের মাত্রা উদ্বেগজনক। তিনি জীববৈচিত্র্যের ওপর প্রভাব, সেই সঙ্গে পানির অস্বচ্ছতা এবং সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের ওপর শব্দের প্রভাবের দিকেও ইঙ্গিত করেছেন।

নতুন ডাটা প্ল্যাটফরম মেরিন স্যান্ড ওয়াচ বিশ্বের সামুদ্রিক পরিবেশে বালু, কাদামাটি, পলি, নুড়ি ও পাথরের ড্রেজিং কার্যক্রম ট্র্যাক ও নিরীক্ষণ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। তারা উত্তর সাগর এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের মতো হটস্পটসহ ড্রেজিং জাহাজের ক্রিয়াকলাপ শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত (এআই) জাহাজগুলোর জন্য তথাকথিত স্বয়ংক্রিয় শনাক্তকরণ সিস্টেম (এআইএস) সংকেত ব্যবহার করে।

ছয় বিলিয়ন টন
কিন্তু প্ল্যাটফরমটির অনুমান, ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে সামুদ্রিক পরিবেশ থেকে প্রতিবছর ৪ থেকে ৮ বিলিয়ন টন সামুদ্রিক বালু ও অন্যান্য পলি নিষ্কাশন করা হয়েছে। জাতিসংঘ চলতি বছরের শেষ নাগাদ ২০২০-২৩ সালের পরিসংখ্যান প্রকাশ করার লক্ষ্য নিয়েছে।

সূত্র : এএফপি

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme