জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারের ছয়টি বিভাগের সঙ্গে আগামী ২২ অক্টোবর সকালে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। যেখানে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিকেও ডাকা হয়েছে। বৃহস্পতিবার ইসি কর্মকর্তারা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতসহ বিভিন্ন কাজে ইসিকে এসব প্রতিষ্ঠান, সংস্থা ও বিভাগের সহায়তা নিতে হয়। তাই এ বৈঠক করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রহিমা আক্তার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোন্দকার নাজমুল হুদা শামিম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইসরাত জাহান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব বদরুল হাসান লিটন এবং আইন মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমানের ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষে পরিচালক জবদুল ইসলাম সভায় যোগ দেবেন।
এদিকে ইসির উদ্যোগে আগামী সোমবার শুরু হচ্ছে মাঠ প্রশাসন তথা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ। ১১ নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে।
Leave a Reply