ম্পত্য কলহে বছরজুড়েই খবরের শিরোনামে ছিলেন ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমনি। দীর্ঘদিন দুইজনকে শুটিং সেটে দেখা যায়নি। এবার খবর এলো বিরতি শেষে আবারও শুটিংয়ে ফিরছেন এই দম্পতি। নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা।
‘মায়া’ নামের একটি ওয়েব ফিল্ম নির্মাণ করছেন নির্মাতা রায়হান রাফি। এতে কাজ করবেন পরীমনি। তার সাথে থাকবেন আজাদ আবুল কালাম, আবদুন নূর সজলের মতো অভিনয় শিল্পীরা।
অপরদিকে, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে শরিফুল রাজকে। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
এই সিনেমায় শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খানকেও দেখা যাবে। এতে কাজ করতে পেরে রাজও খুশি বলে জানা গেছে।
Leave a Reply