অনলাইন ডেস্ক:
চলমান নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবনের নীলবাড়িয়া খালে কাঁকড়া ধরার অভিযোগে চারটি নৌকাসহ ১২ জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় জেলেদের কাছ থেকে ১৫ মণ কাঁকড়া জব্দ করা হয়। মঙ্গলবার ভোরে এই কাঁকড়াসহ জেলেদের আটক করা হয়।
আটক করা জেলেদের বুধবার আদালতে পাঠানো হবে বলে জানান সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শেখ মাহবুব হাসান।
বন কর্মকর্তা মাহাবুব হাসান বলেন, নিষেধাজ্ঞার মধ্যে একদল জেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চরের নীলবাড়িয়া খালে কাঁকড়া ধরছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে চারটি নৌকাসহ ১২ জেলেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১২টি বক্সে থাকা ১৫ মণ কাঁকড়া জব্দ করা হয়।
Leave a Reply