আগামী ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাস ও ঈদুল আজহার চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস হলো জিলহজ। এই মাসের ৮ তারিখ থেকে শুরু হয় পবিত্র হজের কার্যক্রম। আর ১০ জিলহজে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। এদিন পশু কোরবানি করেন বিশ্বের সব মুসল্লি।
২৭ মে জিলকদ মাসের ২৯তম দিন থাকবে। যদি ওইদিন সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা যায় তাহলে এ বছর সৌদিতে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। আর হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাফাতের দিন পড়বে ৫ জুন। এদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত থাকবে আরাফাতের ময়দান।
সৌদির সুপ্রিম কোর্ট সাধারণ মানুষকে ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখার অনুরোধ জানিয়ে বলেছে, ‘কেউ খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখেন তাহলে নিকটস্থ কোর্টে অবহিত করুন।’ কেউ সরাসরি কোর্টের সঙ্গে যোগাযোগ করতে না পারলে স্থানীয় কর্তৃপক্ষকে চাঁদ দেখার তথ্য জানানোর আহ্বানও জানিয়েছে সুপ্রিম কোর্ট।
২৭ মে চাঁদ দেখা যাবে?
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আকাশে ২৭ মে জিলহজের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত হিসাব-নিকাশ অনুযায়ী এমন তথ্য জানিয়েছেন এ জ্যোতির্বিদ। তিনি বলেছেন, আমিরাতের আকাশে মঙ্গলবার ২৭ মে সন্ধ্যার পর চাঁদ দিগন্ত রেখার ওপর থাকবে এবং এটি আকাশে ৩৮ মিনিট অবস্থান করবে। এতে চাঁদটি সহজেই দেখা যাবে।
ইব্রাহিম আল জারওয়ান বলেন আরবি ভাষার সংবাদমাধ্যম ইমারত আল ইয়ুমকে বলেছেন, “আমিরাতের সময় অনুযায়ী, মঙ্গলবার ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে জিলহজের নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্ত রেখার ওপরে থাকবে এবং ৩৮ মিনিট অবস্থান করবে— এতে চাঁদটি দেখা যাবে।”
Leave a Reply