স্ত্রীকে হত্যার দায়ে মো. সুমন (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ বিচারক ফেরদৌস আরা এই আদেশ দেন। সুমন, একই থানার মির্জারহাট এলাকার বাসিন্দা।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বাংলানিউজকে বলেন, ১৩ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. সুমনকে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
মামলার নথি থেকে জানা যায়, ভূজপুর মির্জাহাট এলাকার মনি আক্তারকে বিয়ে করে সুমন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে। মনি বাবার বাড়ি ভুজপুরে চলে যায় ২০২১ সালের ৩১ অক্টোবর। বাবার বাড়িতে যৌতুক দাবি করে না পেয়ে মনির ওপর নির্যাতন চালায় সুমন। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ নভেম্বর মারা যায়। এ ঘটনায় ২০২১ সালের ২৭ নভেম্বর মনি আক্তারের ভাই মো.আব্বাস বাদি হয়ে থানায় মামলা করে। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দিলে ২০২২ সালের ৪ অক্টোবর ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
Leave a Reply