নিউজ ডেস্ক:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক রিটন মিয়াকে হত্যার অভিযোগ ছিল ভাই-বোন ও স্বজনের বিরুদ্ধে। এই মামলায় নিহত রিটনের ৫ ভাই-বোনসহ ৭জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা জাহান স্বর্না আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নিহত রিটনের চারভাই নজরুল ইসলাম (৪৩), খোকন মিয়া (৪৭), সাত্তার (৪২) ও বকুল (৪৪), তাদের বোন চম্পা আক্তার (৪০), নজরুলের স্ত্রী রহিমা খাতুন (৩২) ও ঠুটারজঙ্গল গ্রামের মকু মিয়ার ছেলে মো. সৈয়দ মিয়া (৫৭)।
মামলার বিবরণে জানা গেছে, বাড়ির সীমনায় গাছ কাটা নিয়ে ২০১৬ সালের ২৩ নভেম্বর সহোদর ভাই-বোনদের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে রিটন মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। প্রতিবেশীরা আহত রিটনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিটন। একই দিন নিহতের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে সাতজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
Leave a Reply