অনলাইন ডেস্ক:
পদ্মা সেতুর টোল আদায় হাজার কোটি টাকার ছাড়িয়েছে।
বুধবার সকাল ১০টা পর্যন্ত পদ্মা সেতু চালুর ৪৫৩ দিনে টোল আদায় হয়েছে এক হাজার কোটি ৯২ হাজার ১৫০ টাকা। কর্তৃপক্ষ বলছে, এই টোল আদায়ের পাশাপাশি মানুষের যোগাযোগে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে স্বপ্নের সেতু।
স্বপ্নজয়ের পদ্মা সেতু বাঙালির অগ্রযাত্রার স্মারক। সেতু বদলে দিয়েছে লাখ লাখ মানুষের ভাগ্য। সেই সঙ্গে পদ্মা সেতুর টোল আদায়ও হাজার কোটি টাকা অতিক্রম করেছে।
২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতু। এরপর এক মিনিটের জন্যও সেতুতে যান চলাচল বন্ধ হয়নি। ফলে টোল আদায়ে ৪৫৩ দিনেই হাজার কোটি টাকার ঘর অতিক্রম করতে সক্ষম হয়। এই সময়ে ৭২ লাখ ৯৬ হাজার ৬২২টি যান পারাপার হয়।
Leave a Reply