আন্তর্জাতিক ডেস্ক:
হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। ভারতের উত্তরপ্রদেশের লখনৌয়ে এ ঘটনা ঘটেছে। ধর্ষণের অভিযোগে পুলিশ সন্দেহভাজন তিন যুবককে আটক করেছে। সোমবার ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের লখনৌয়ের কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (কেজিএমইউ) চিকিৎসা নিচ্ছিলেন ওই তরুণী। সেখানে তিনজন যুবক তাকে ধর্ষণ করে।
অভিযুক্তদের একজনের নাম সত্যম। ওই হাসপাতালের বাইরে তার একটি চায়ের দোকান রয়েছে। সেখানেই ভিকটিমের সঙ্গে পরিচয় হয়েছিল সত্যমের।
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন অভিযুক্তরা বৈঠক করে। এরপর সত্যম তার ফোন চার্জের জন্য সাহায্যের কথা বলে মেয়েটি একটি গাড়ির ভেতর ডাকে। গাড়িটি হাসপাতালের সামনেই পার্ক করা ছিল। এরপর তিনজন তাকে রাস্তায় ফেলে দেয়।
এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply