নিউজ ডেস্ক:
আমাদের দেশে হিরো আলমকে ঘুষি দিলে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু সে দেশে ফিলিস্তিন ইস্যুতে হাজারো বিক্ষোভকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় তাদের বক্তব্য জানতে চান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে কোনো একজন মেয়র প্রার্থীকে ঘুষি মারলে সেটার জন্য বিবৃতি দেওয়া হয়। হিরো আলমকে ঘুষি মারলে বিবৃতি দেয়, আবার চরমোনাইয়ের ভাইকে ঘুষি মারলেও বিবৃতি দেয়। এখন যে ২ হাজার ৪০০ বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হলো, শিক্ষকদের ওপর হামলা করা হলো এ নিয়ে তাদের (যুক্তরাষ্ট্র) বক্তব্য কী সেটা জানার প্রবল আগ্রহ আমার।
Leave a Reply