হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। কেজিপ্রতি প্রকারভেদে ৬ থেকে ৭ টাকা কমেছে। বর্তমানে নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৩ থেকে ৫৪ টাকায়, যা গত তিন দিন আগেও বিক্রি হয়েছিল ৬০ থেকে ৬২ টাকা দরে এবং ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। যা গত তিন দিন আগেও বিক্রি হয়েছিল ৫৪ থেকে ৫৬ টাকা দরে।
ক্রেতা সংকট এবং পেঁয়াজ আমদানি বেশি হওয়ার কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
বুধবার হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, আগে ২০ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ৪০ থেকে ৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে, তাই দাম অনেকটাই কমেছে। আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম অনেকটাই স্বাভাবিক থাকবে।
Leave a Reply