আসন্ন ঈদুল আজহায় ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, কোরবানির ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা (অপসারণ) করা হবে বলে সিটি করপোরেশনের প্রশাসকরা আমাদের আশ্বাস দিয়েছেন। এ জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন।
রোববার (২৫ মে) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট ও কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সভা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কোরবানির পশুর হাটে ৫ শতাংশ হাসিল অনেক বেশি জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কর্মচারীদের আদেশ দিয়ে গেছি- আগামীবার যেন হাসিল ৩ শতাংশের ওপরে না হয়।
তিনি বলেন, চামড়ার যেন ন্যায্যমূল্যটা পায়। প্রতিবারই অনেক চামড়া নষ্ট হয় এবং জনগণ ন্যায্যমূল্য পায় না। এটা তো গরিবের হক। চামড়ার ন্যায্যমূল্য যেন পায় এ জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
‘এবার পশুর হাটের হাসিল কম করার চেষ্টা করছিলাম। তাদের সঙ্গে আমরা বসেছি, অনুরোধ করেছি, বলেছি ৫ শতাংশ হাসিল অনেক বেশি। এখন পর্যন্ত হাসিল কমাতে পারিনি। আগামীবার হয়তো আমরা থাকবো না বা যেই থাকুক না কেন আমরা কর্মচারীদের আদেশ দিয়ে গেছি- আগামীবার যেন হাসিল ৩ শতাংশের ওপরে না হয়। এক সময় এটা ৩ শতাংশ ছিল।’
Leave a Reply