১২ দিন পরীক্ষা নেওয়া যাবে না: শিক্ষা মন্ত্রণালয়

১২ দিন পরীক্ষা নেওয়া যাবে না: শিক্ষা মন্ত্রণালয়

ফাইল ছবি

বিভিন্ন ধর্মীয় উৎসবের কারণে আগামী ২৮ সেপ্টেম্বর  থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন সব শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার দিন ধার্য না করার জন্য নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিবাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা, সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের (১৪৩১-১৪৩২ বঙ্গাব্দ) বাৎসরিক ছুটির তালিকা প্রণয়ন করা হয়।

তালিকায় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়েছে।

এতে আরও বলা হয়, আসন্ন দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উৎসবমুখর পরিবেশে এবং যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের নিমিত্ত আগামী ২৮ সেপ্টেম্বর তারিখ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন সব শিক্ষা প্রতিষ্ঠানে কোনরূপ পরীক্ষার দিন ধার্য না করার জন্য নির্দেশ দেওয়া হলো।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme