অনলাইন ডেস্ক:
জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ করার বিরুদ্ধে আপিলের ওপর শুনানির জন্য ১৯ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রবিবার (১২ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এই দিন জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক সভা, জনসভা বা মিছিলের ওপর নিষেধাজ্ঞা এবং ১০ বছর পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি করায় আদালত অবমাননার আবেদনের ওপরও শুনানির জন্য দিন রেখেছেন।
এর আগে জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলীর ব্যক্তিগত অসুবিধার কারণে আট সপ্তাহ সময় চেয়ে আবেদন করেছিলেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী তানিয়া আমীর ও আহসানুল করীম। জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট জিয়াউর রহমান।
Leave a Reply