জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার (২০ জুন) জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈঠক করবেন। এমনটি সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে জার্মানির কূটনৈতিক সূত্র। এতে বলা হয়, বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাসের সঙ্গে জার্মানির স্থায়ী মিশনে এক বৈঠক হবে, এরপর ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে।
এই উদ্যোগ এসেছে এমন এক সময়ে, যখন ইসরায়েল তাদের চিরশত্রু ইরানের ওপর ব্যাপক সামরিক হামলা চালাচ্ছে এবং এর জবাবে ইরানও ইসরায়েলি লক্ষ্যবস্তুর দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জার্মান সূত্র জানায়, এই আলোচনার মূল লক্ষ্য হচ্ছে — ইরানকে নিশ্চিত করা যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে ব্যবহার করবে। এই আলোচনার পর বিশেষজ্ঞ পর্যায়ে ধারাবাহিক ও কাঠামোবদ্ধ সংলাপ হবে বলেও জানানো হয়েছে।
ইসরায়েল দাবি করেছে, তাদের হামলার উদ্দেশ্য তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা। তবে ইরান বারবার বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সামরিক নয়।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ইসরায়েলের হামলাকে সমর্থন করেছেন এবং ইরানকে সতর্ক করে বলেছেন, তারা উত্তেজনা কমাতে ব্যর্থ হলে আরও বড় ধ্বংসযজ্ঞের মুখে পড়তে হবে।
এদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বুধবার ইরানের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বাসযোগ্য আশ্বাস দিয়ে আলোচনার পথে আসে। তিনি বলেন, ‘আলোচনার টেবিলে ফিরে আসার জন্য কখনোই দেরি করা ঠিক নয়।’
Leave a Reply