জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে জয়পুরহাট আদালতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের জেলা শাখার সদস্যরা।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চীফ জয়পুরহাট আদালত চত্তরে দুই ঘণ্টাব্যাপী এ সর্বাত্মক কর্মবিরতি পালন করেন তারা।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি আবু সায়েদ ও সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার সরকারসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতে হবে। অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা। আর বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবী তাদের।
বক্তারা আরও বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণেই তারা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করের। এরপরেও দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে হুশিয়ারি দেন তারা।
Leave a Reply